যেই মনে ঘর আছে…..আহাম্মদ আলী

Slider সাহিত্য ও সাংস্কৃতি


প্রখর তাপে
তোমার অপেক্ষায়,
বৃষ্টিতে ভিজে
এক পলক তোমাকে দেখা;
সবই তোমার কাছে
মিছে মায়া
মিছে ভালোবাসা ।
প্রবল ঝড়ে
সবাই ফিরে নীড়ে
তুমি কি নীড়ে না বাইরে ?
দূরে থাকলেও
মন তোমাকে নিয়েই ভাবে।
সানাইয়ের সুর যখন আসে কানে
বুকের ভেতর থর থর করে,
কে যাচ্ছে কাকে ছেড়ে
প্রিয়জনের কাছে
না পরমানুষের বুকে !
কি যেন নেই
যা খুঁজো তুমি।
যেই মনে ঘর আছে
খুঁজো সেই মন,
মনে ঘর না থাকলে
থাকবে কোথায় তুমি ?
শতভাগ গুণে গুণান্বিত
ভবে কাকে তুমি পাবে ?

আহাম্মদ আলী
সাংবাদিক ও কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *