আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বিআরডিবি’র মাঠর্মী লাপাত্তা

Slider বরিশাল

agailjhara-photo-04-12-16

আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় সদস্যদের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে বিআরডিবি’র এক মাঠকর্মী। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা মিন্টু বৈরাগী জানান, তার অফিসে কর্মরত সদাবিক প্রকল্পের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাঠকর্মী জহিরুর ইসলাম সুমন গত ১৬ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। সে বরিশালের মুলাদী উপজেলার চর কালেখাঁ ইউনিয়নের ষোলঘর গ্রামের আশেক হোসেনের ছেলে। মাঠপর্যায়ে সদস্যদের ঋণ দেয়ার কথা বলে জহিরুল বিভিন্ন এলাকা থেকে সদস্যদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করে ব্যাংকে জমা না দিয়ে সদস্যদের বিপুল পরিমাণ অর্থ নিয়ে লাপাত্তা হয়। ভুক্তভোগী সদস্যরা অফিসে এসে পুনরায় ঋণ চাইলে কর্মী জহিরুলের অর্থ নিয়ে লাপাত্তা হওয়ার বিষয়টি বিআরডিবি কর্মকর্তা মিন্টু বৈরাগীর নজরে আসে। জহিরুলের ব্যবহৃত ফোন বন্ধ থাকায় কর্মকর্তাও তার সাথে কোন যোগাযোগ করতে পারছেন না। এঘটনায় বিআরডিবি কর্মকর্তা মিন্টু বৈরাগী আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন, নং ৬৩ (২.১২.১৬)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *