তারেককে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

Slider ফুলজান বিবির বাংলা বাংলার আদালত

42494_tarek

 

ঢাকা; বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও আয়করসংক্রান্ত পাঁচটি মামলার কার্যক্রম চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এর আগে দেওয়া মামলার কার্যক্রমে স্থগিতাদেশ তুলে নিয়ে আজ মঙ্গলবার এ রায় দেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ শুনানি শেষে এ রায় দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে গেলেও আইনের দৃষ্টিতে তার মক্কেল পলাতক থাকায় তিনি শুনানির সুযোগ পাননি।
২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে গুলশান, শাহবাগ ও কাফরুল থানায় পৃথক তিনটি মামলা হয়। তারেক রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে এই তিন মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন আদালত। অন্যদিকে ২০০৭ সালে ও ২০০৮ সালে আয়কর বিবরণীতে অসত্য তথ্য দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিম্ন আদালতে পৃথক দুটি মামলা করে। এই দুই মামলায়ও তারেকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিলেন। সম্প্রতি এসব রুল শুনানির জন্য হাইকোর্টে আসে। নয় বছর ও আট বছর আগে হওয়া মামলায় স্থগিতাদেশ প্রত্যাহার করে রুল খারিজ করে রায় দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *