রায় কার্যকর দ্রুত হবে, আশা মেননের

Slider রাজনীতি

 

2016_01_20_10_45_16_HSBpFHckxNyuzHycynuMAyZILw3UVK_original

 

 

 

 

ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশের রায় খুব শিগগিরই কার্যকর হবে বলে আশা করছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

সর্বোচ্চ আদালত এই যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আশার কথা জানান তিনি।

তিনি বলেন, এ রায় জনগণের প্রত্যাশা পূরণ করেছে। আশা করি, খুব শিগগিরই রায় কার্যকর করা হবে।

মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের ভিত্তিতে যে বিচার চলছে তার ন্যায্যতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হলো রায়ের মধ্য দিয়ে।

রাশেদ খান মেনন বলেন, এ রায় নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল, যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল রায়ের মাধ্যমে তার অবসান হলো। এ সময় তিনি যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে সবাইকে একনিষ্ঠভাবে সমর্থন করে যেতে হবে বলে মন্তব্য করেন।

সকালে একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে আলবদর বাহিনীর অন্যতম শীর্ষনেতা মীর কাসেম আলীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা তার আপিল আবেদন আংশিক খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *