মন পোড়া —————কোহিনূর আক্তার,

Slider সাহিত্য ও সাংস্কৃতি

15135659_1818861551706471_1036571651_n

 

 

 

 

 

 

 

 

 

মন পোড়া

—————কোহিনূর আক্তার,

মন রে কেনো কাঁদিস তার লাগি ,

অনেক ঘুরে আজ ও তুই যে বেবাগি ।

আপোন মনে অসান্ত ব্যাথিত ক্ষণে,

পোড়া মনে অশ্রু ধারায় কোন নির্জনে ।

শত আধার হয়েছে পোড়া মনে বাঁধা,

হায় রে পোড়া মন তবুও হতে পারিসনি সাদা ।

কি সুতায় আছে গাথা ফেলা স্মৃতির মালা ,

পারিনা ছিড়তে মালা,হৃদয়ে শত অগ্নি জ্বালা ।

ওরে মন কেনো ভাবিস তারে সারাক্ষণ ?

ভুলে যা তারে সাগর গহীন নলে ,

বইছে অশ্রু ধারা নিরব যাতনায় হৃদয় হলে।

বটবৃক্ষের পরেও বইছে কষ্টের অনলে,

ওরে দুঃখি দুঃখের কথা বলছে নিড়লে ।

এমন কোন সন্ধি নেই দেব তোরে যতনে,

নীল পাতা নীল কলম দিলাম শত নে ।

পোড়া মন রে কেনো এমন রে !

ভালো বাসায় এত জ্বালা তবুও নেশ শত যতনে ।

দিয়েছি অনেক বাঁধা পরিস নি তো ধরা ,

তবে আজ কেনো নিঃস্ব সর্বহারা ??

কোন তড়িতে ভাসবে,কোন তীরে অতি সান্ত,

বুঝতে পারেনি পোড়া মনের ভাবনার অনন্ত ।

কি করে বুঝায় পোড়া মনে নিঠুর কোন ক্ষণে ।

২১/১১/১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *