মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ

Slider ফুলজান বিবির বাংলা

41245_photo

মুন্সীগঞ্জ; বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মুন্সিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। সোমবার বেলা সোয়া ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। এসময় মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান সোহাগসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছাত্রদল নেতা মাহবুব হাসান সোহাগকে বেধড়ক লাঠিপেটা করে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেয়া হয়। ঘটনার সময় আশপাশের দোকানপাট কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থানরত আতঙ্কিত অনেক নেতা কর্মী ভবনের পেছন দিক থেকে লাফিয়ে পালাতে পালিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও স্থানীয় নেতারা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা পার্টি অফিসে এসে জড়ো হতে থাকেন। তারা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়ে পার্টি অফিস থেকে রাস্তায় নেমে আসার সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে দলীয় ১০ নেতাকর্মী আহত হয়। প- হয়ে যায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *