জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি

Slider জাতীয়

41088_ershad

 

ঢাকা; জেলা পরিষদ নির্বাচন নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার জাতীয় পার্টির এক অনুষ্ঠানে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন করব না। কারণ এই নির্বাচন অর্থহীন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪৫ জন লোক মারা গেছে। আমরা হত্যা, হানাহানি এবং অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না। বিকল্প ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে গুলশানে একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ২০১৯ সালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানান এরশাদ। নতুন নির্বাচনে কমিশন গঠন সম্পর্কে নিজের মতামত তুলে ধরে এরশাদ বলেন, যারা সংসদে প্রতিনিধিত্ব করছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে একটি বিধিসম্মত, বাস্তবসম্মত নির্বাচন কমিশন গঠন করা হোক। যারা সংসদের বাইরে আছে, তাদের কথা বলার কোনো অধিকার নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *