যশোরে দু’পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

Slider খুলনা

40781_map

 

যশোর; দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে হাফিজুর রহমান মরা (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় এই ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান,  দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে পুলিশ মধ্যরাতে খবর পায়। রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল খোলাডাঙ্গা এলাকায় অবস্থিত সার  গোডাউনের উত্তর পাশে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা তাকে কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরা বলে শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে হাফিজুরের লাশ ছাড়াও একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহতের লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ বলছে, হাফিজুর রহমান মরা শহরের ষষ্ঠিতলাপাড়ার কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। তিনি ষষ্ঠিতলাপাড়ার মৃত শফি মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *