মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন মুলার

Slider খেলা

 

Sports_bg_945250253

 

 

 

 

ঢাকা: অলিম্পিয়াকোস পাইরেসের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৪-০ গোলে জয়ের রাতে একটি মাইলফলক স্পর্শ করেন থমাস মুলার। বয়সের হিসেবে পঞ্চাশটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জেতার তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যান জার্মান স্ট্রাইকার। গোল ডট কম এর বরাত দিয়ে এমনটি জানা গেছে।

চ্যাম্পিয়নস লিগের গ্রপ পর্বের ম্যাচটিতে মুলার নিজেও একটি গোল করেন। বাভারিয়ানদের হয়ে বাকি তিনটি গোল করেন ডগলাস কস্তা, রবার্ট লেভানডফস্কি ও কিংগসলি কোমান।

৫০টি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ জেতা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের মধ্যে শীর্ষে ওঠে এলেন মুলার। ২৬ বছর ৭২ দিন বয়সে তিনি এ রেকর্ড গড়েন। দ্বিতীয় স্থানে সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেজ (২৬ বছর ২৫৭ দিন)। রাউলের সাবেক সতীর্থ ইকার ক্যাসিয়াস চার নম্বরে অবস্থান করছেন। গ্যালাকটিকোদের হয়ে ২৭ বছর ১৮৯ দিন বয়সে পঞ্চাশতম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জেতেন স্প্যানিশ গোলরক্ষক।

এ পরিসংখ্যানে ক্রিস্টিয়ানো রোনালদোকে আগেই পেছনে ফেলেছিলেন মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক তৃতীয় স্থানে রয়েছেন। ২৭ বছর ১৩৪ দিন বয়সে এ কীর্তি গড়েছিলেন চারবারের ব্যালন ডি’অর জয়ী। পাঁচ নম্বরে থাকা পর্তুগিজ তারকার ২৮ বছর ২৮ দিন বয়সে অপেক্ষায় অবসান ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *