জেলা প্রশাসন,বরিশালের আয়োজনে দুর্গাসাগরে নবান্ন উৎসব অনুষ্ঠিত

Slider সারাদেশ

15058554_1061796920633748_1560796071_n

 

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : সারা দেশের ন্যায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগেও বরিশালস্থ মাধবপাশা দুর্গাসাগর দিঘীর পাড়ে আজ ১লা অগ্রহায়ণ ১৫ নভেম্বর মঙ্গলবার নবান্ন উৎসব পালিত হয়েছে।

এ উৎসব উপলক্ষে ‌বর্নিল সাজে সজ্জিত করা হয় উৎসবের স্থানটি। শেরেবাংলা একে ফজলুল হক গেটে নবান্ন উৎসবের নামাংকিত সুসজ্জিত ব্যানারটি উৎসবের দর্শনীয় শোভা বর্ধন করে। বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশালের মাননীয় জেলা প্রশাসক, পু‌লিশ সুপার,বরিশাল, বাবুগঞ্জ উপ‌জেলা চেয়ারম্যান সহ প্রশাস‌নের সর্ব স্ত‌রের কর্মকর্তা ও বি‌ভিন্ন সামা‌জিক সাংস্কৃ‌তিক সংগঠন অংশগ্রহন ক‌রে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামবাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বরিশাল বিভাগীয় প্রধানের নিজস্ব প্রতিনিধি নন্দিত লেখক অধ্যাপক জাকির হোসেন। জন‌নেত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনায় দেশজু‌ড়ে এ উৎসব‌টি উদযা‌পিত হয়। উৎসবে আগত অতিথিবৃন্দ বলেন বাঙালির ঐতিহ্যের এক জনপ্রিয় পার্বণ এই নবান্ন উৎসব। নতুন ফসল উঠলেই গ্রামের ঘরে ঘরে অগ্রহায়নের এই দিনে উৎসবের ধুম পড়ে যেত। এ উৎসবের তাৎপর্য অনেক। এটা যাতে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধারন করে যুগযুগ ধরে বাঙালির ঘরে ঘরে মহাসমারোহে পালিত হতে পারে সে লক্ষে কাজ করে যেতে হবে সকলকে। সবশেষে সকল উপস্থিত অতিথিবৃন্দের মাঝে নবান্ন পরিবেশনের মাধ্যমে আতিথ্যপূর্ণ পরিবেশে এই সুন্দর আয়োজনের পরিসমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *