ঠাকুরগাঁওয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

Slider রংপুর

1477849343-500x350

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন উপ-নির্বাচনের আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ সংঘর্ষে ৫ মহিলা গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন: আমেনা (২৭), কুলসুম (৬০), নাসিমা (৩৫), হুসনে আরা (৪০), জহুরা (৩৭)। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাত ১১ টায় নারগুন তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরেকুল ইসলামের লোকজন বিএনপির প্রার্থী পয়গাম আলীর সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার কথা বললে উত্তেজিত হয়ে পড়ে উভয় পক্ষ। এতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থদের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ জন মহিলা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *