শ্রীপুরে জামিল হাসান দূর্জয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

Slider গ্রাম বাংলা


আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী এডভোকেট জামিল হাসান দূর্জয় বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোট ১৪৮ কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতীক পেয়েছে ৭০হাজার ১২৬ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ: জলিল আনারস প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট। ভোটের ব্যবধান ৬৫৯৪।

জামিল হাসান দূর্জয় সাবেক প্রতিমন্ত্রী মরহুম এডভোকেট রহমত আলীর ছেলে ও বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই। তিনি গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক।

শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬জন । এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তাদের মধ্যে হিজড়া ভোটার রয়েছে ৬ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৪৮ টি। ভোট কক্ষ রয়েছে ৯৮৪ টি। তিনজন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান ৯ জন। মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *