বাংলাদেশে প্রথম কোন সাংবাদিক করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন

Slider জাতীয় বিনোদন ও মিডিয়া


ঢাকা: করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খোকন আমাদের অর্থনীতির ডেপুটি এডিটর, আমাদের সময়ের হেড অব নিউজ ও মানবজমিনের স্টাফ রিপোর্টার ছিলো। সর্বশেষ তিনি সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ছিলেন।

আজ মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর রিজেন্ট হাসপাতালে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

কর্মজীবনে হুমায়ুন কবীর খোকন আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ইমতিয়াজ মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন।

বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন আগে আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *