কুষ্টিয়ায় বন্দুক যুদ্ধে জেএমবির আঞ্চলিক কমান্ডার নিহত

Slider খুলনা টপ নিউজ

38147_kustia

কুষ্টিয়া:  কুষ্টিয়ার কবুরহাটে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির আঞ্চলিক  কমান্ডার কুলু মোল্লা (৩০) নিহত হয়েছেন।

গতরাত আড়াইটার দিকে শহরতলীর কবুরহাটের সোবহান শেখের পরিত্যক্ত রাইচ মিলের সামনে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। এসময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে  ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড   গুলি, ৩টা রামদা ও গুলির খোসা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম জানান, রাতে শহরতলীর   কবুহাটের সোবাহান শেখের ধানের চাতালের পিছনে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটতে বাধ্য হয়। এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর নিয়ে জানা যায় নিহত ব্যক্তি জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু   মোল্লা। বন্দুকযুদ্ধে এসআই হালিম, এ এস আই রশিদ ও আনোয়ারসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। নিহত কুলু মোল্ল¬া শহরতলীর খাজানগর এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *