আ: লীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত কামরান, সর্বস্তরের মানুষের ভারোবাসায় সিক্ত

Slider রাজনীতি

w3-60

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা প্রতিনিধি :: বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সর্বস্তরের মানুষের ভারোবাসায় সিক্ত হয়েছেন। তিনি ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবর সিলেটে পৌছার পরপরই সাবেক মেয়র কামরানের বাসভবনের চিত্র পাল্টে যায়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পেশাজেীবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষের ঢল নামে সাবেক এই জননন্দিত মেয়র, মাটি মানূষের নেতা কামরানের বাসভবনে। এই ভবনটি মুহুর্তে ফুলে ফুলে ছেয়ে যায়। একের পর এক উল্লসিত মানুষ মেয়র কামরানকে বুকে জড়িয়ে ফুলেল ভালোবাসা জানাতে থাকেন। এভাবেই ফুলে ফুলে ও ভালোবাসায় কামরানের বাসভবন হয়ে উঠে এক উৎসবের উৎস। স্বতসফুর্ত ভাবে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগ ঘরনার ত্যাগী পরিক্ষীত ও জনপ্রিয় এই নেতাকে বরণ করে নেন। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, উলামালীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণী ও পেশার সর্বস্তরের অগণিত মানুষ।
মানুষের অকৃত্রিম ভালোবাসা আর অনুরাগের জবাবে সাবেক মেয়র কামরান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,,প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। দেশ এখন বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি জাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির জনকের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরুদায়িত্ব অর্পন করেছেন তা জীবন দিয়ে হলেও রক্ষা করে যাবো। আর বেশি দিন দূরে নয় যে দিন বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে মাথা উচু করে দাড়াতে সক্ষম হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে দলমত নির্বিশেষে বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্বের মানুষ বাংলাদেশের দলাদলি সহিংশতার চেয়ে উন্নয়ন কর্মকান্ডের প্রতি গুরুত্ব দিচ্ছে। তাই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিশন ও উন্নয়নের গতিধারায় তারা অত্যান্ত আনন্দিত ও উৎসাহিত। তিনি আনন্দঘন মুহুর্তে দেশবাসীকে এই ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। এদিকে সাবেক মেয়র কামরান কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটিতে স্থান পাওয়ায় সিলেট মহানগরীতে কর্মী সমর্থক ও শুভাকাংখীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। খবরটি পাওয়ার পরপরই মানুষের ভালোবাসার পুষ্পস্তবকে ছেয়ে যায় কামরানের বাসভবন। উৎফুল্ল ও উজ্জিবিত নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটিতে সিলেটের আপামর জনসাধারণের প্রিয় মুখ বদর উদ্দিন আহমদ কামরানকে নির্বাচিত করায় জাতির জনকের তনয়া সুযোগ্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ জানান। ২৯ অক্টোবর শনিবার আওয়ামীলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এই কমিটিতে সিলেটের জননন্দিত সাবেক মেয়র কামরান সদস্য পদ লাভ করায় সিলেট আওয়ামী রাজনৈতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *