দিনাজপুরে ধর্মপুর ইউপি নির্বাচনে কারচুপি না হলে ধানের শীষ প্রার্থীর বিজয়ের দাবী

Slider রাজনীতি

SAMSUNG CAMERA PICTURES
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধান দু’দলের প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনে কারচুপি না হলে ধানের শীষ প্রার্থী বিজয়ী হবার দাবী করেছেন। এই ইউনিয়নে আগামী ৩১ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি জটিলতা শেষে আগামী ৩১ অক্টোবর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে শ্রী সাবুল চন্দ্র সরকার ও ধানের শীষ প্রতীক নিয়ে নুর ইসলাম মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মনিরুল ইসলাম মানিক।

নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে প্রায় ১৭ হাজার ৫শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ইউনিয়নে হাইকোর্টের ভুয়া ভোটার নিয়ে মামলা থাকায় সারা দেশে অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এখানে অনুষ্ঠিত হতে পারেনি। নির্বাচনের প্রার্থীরা ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা, দোয়া-আশীর্বাদ নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জানা যায়, বিরল উপজেলা ৮নং ধর্মপুর ইউনিয়ন একটি সীমান্ত ঘেষা ইউনিয়ন। ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ নুর ইসলাম এ ইউনিয়নের কাঙ্খিত উন্নয়ন অধিকার আদায়ে সর্বদা স্বচেষ্ট থেকেছেন। ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত রেখে ডিজিটাল স্বপ্ন পুরণে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন। তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ইউনিয়নের সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছেন। এবারের আসন্ন নির্বাচনে ভোটাররা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে। যদি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ধর্মপুর বাজারে ব্যাপক গণসংযোগ ও ইউনিয়নবাসীর দোয়া ও ভোট কামনা করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা মার্কা নিয়ে শ্রী সাবুল চন্দ্র সরকার ও স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা মনিরুল ইসলাম (মানিক) প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *