আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম দিন চলছে

Slider ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি

file-1

 

ঢাকা; আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ সকাল ১০টার কিছু সময় পর দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। সম্মেলনস্থলসহ পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। রঙবেরঙের ক্যাপ, টিশার্ট পরে পায়ে হেঁটে সম্মেলনস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা। পৃথক সাতটি প্রবেশপথ দিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। কয়েক দফা তল্লাশীর পরে তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। সমাবেশ উপলক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ডিএমপি।
সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের সব রাস্তায় সকাল আটটা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এবারের সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন হবে দ্বিতীয় দিন আগামীকাল রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। ওই অধিবেশনে নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হবে। এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *