বাহুবলে পুলিশ-ছাত্র সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

Slider গ্রাম বাংলা

23717_hobi

 

হবিগঞ্জ;  বাহুবলে পুলিশ ও স্কুল ছাত্রদের সংঘর্ষে ৫ জন গুরিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীনের ঘুষ-দুর্নীতির প্রতিবাদে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে দীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুল ও ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা। পরে আন্দোলনকারীরা মডেল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ লাটিচার্জ করে। এ সময় ২ শিক্ষক ও ২জন ছাত্রকে পুলিশ আটক করে মারধোর করে। পরে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে ইটপাটকেল মারতে শুরু করলে পুলিশ গুলি চালায়। এতে ৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৩০ জন আহত হয়। আহদের মধ্যে ২ জনকে ওসমানী মেডিকেল কলেজ এবং অন্যান্যদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ২ শিক্ষকসহ ৪ জনকে আটক করেছে। ঘটনার পরপর হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে আলেচানা করেন। বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯০ রাউন্ড সর্টগানের গুলি ও ১৮ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এএসপি সুদীপ্ত রায়-এর নেতৃত্বে ৩ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয় এবং এসআই দেলোয়ার হোসেনকে ক্লোজড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *