ক্লিন সিটি’ গড়াই মূল লক্ষ্য – সিসিক মেয়র আরিফ

Slider সিলেট

সিলেট প্রতিনিধি :: মঙ্গলবার গভীর রাতে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রাত সাড়ে ১২টায় নাইওরপুল পয়েন্ট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন মেয়র। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মাথায় পরিচ্ছন্নতা অভিযানে নামেন তিনি।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নির্বাচন জনিত কারণে সিটি মেয়রের পদ থেকে পদত্যাগ করার পর গত কয়েক মাসে নগরীর অনেক স্থানে আবর্জনা জমে গেছে। আবর্জনা পরিষ্কার করতে রাত থেকে সিসিকের চিফ কনজারভেন্সি অফিসার হানিফুর রহমানসহ দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মচারীদের নিয়ে এ কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ক্লিন সিটি’ গড়াই তার মূল লক্ষ্য।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, নাইওরপুল থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রম চলে নগরীর বিভিন্ন এলাকায়। মেয়রের নেতৃত্বে বন্দর বাজার পেপার পয়েন্ট সংলগ্ন টাইম স্কয়ারের আবর্জনা পরিস্কার করা হয়।

সিলেট হেড পোস্ট অফিসের সম্মুখ ভাগ, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, সুরমা মাকেট পয়েন্ট এবং জিন্দাবাজার এলাকায়ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *