বঙ্গভবনে নৈশভোজ চিংড়ি ও মাশরুমের স্যুপ দিয়ে শুরু

Slider জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা

47ca4f90724bb4760629004b1e144923-14-10-16-bd-president_china-prisedent-at-bangabhaban-85

ইউএনবি; রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বঙ্গভবনে আয়োজিত ওই নৈশভোজে চীনের প্রেসিডেন্টকে আপ্যায়ন করা হয় ঢাকাই কাচ্চি বিরিয়ানি, শামি কাবাব ও আলু-বোখারার মতো উপাদেয় খাবার দিয়ে।
বঙ্গভবনের দরবার হলে ওই নৈশভোজে খাবারের তালিকায় ১০ রকমের খাবার ছিল।

নৈশভোজের শুরুতে চিংড়ি ও মাশরুমের স্যুপ দিয়ে আপ্যায়ন করা হয়। এ ছাড়া খাবারের তালিকায় ছিল স্মোকড ইল, সালাদ ও ঝিনুকের সস। ছিল চিকেন টিকিয়া, কাচ্চি বিরিয়ানি, শামি কাবাবের সঙ্গে চাটনি, সাদা ভাত, মিক্সড সবজি, মাংস-পেঁয়াজের ভুনা। খাবারের পর মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী মালাই চপ, মৌসুমি নানা ধরনের ফল, কেক প্রভৃতি।

নৈশভোজের পর শিল্পকলা একাডেমির শিল্পীরা দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

বাসস জানায়, বঙ্গভবনে ওই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকেরা যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *