জাতীয় রচনা প্রতিযোগিতায় সেরা রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সিজান

Slider ফুলজান বিবির বাংলা
 14459826_314073512282421_1541402009_n
 প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত “নদী ও জীবন” বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দেশ সেরার পুরস্কার পেল রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জান্নাতুল রহমান সিজান।
বিশ্ব নদী দিবস উপলক্ষে ২৫ সেপ্টেম্বর ২০১৬, রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে দিবসের তাৎপর্য, গুরুত্ত্ব ও নদী বিষয়ক আলোচনা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি শাহজাহান খান এমপি, মাননীয় মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রনালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর হাত থেকে প্রথম পুরস্কার হিসেবে সনদ পত্র, দশ হাজার টাকার চেক ও ক্রেষ্ট গ্রহন করে সিজান।বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ড. জাফর আহমেদ খান, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রনালয়, মো: আতাহারুল ইসলাম, চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন ও মো: মঞ্জুরুল কিবরীয়া, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কর্মকর্তা যথাক্রমে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জহির উদ্দিন বাবর ও প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ, গ্রাম বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম, ঝালকাঠি জেলা সভাপতি নাজনীন পাখি, কক্সবাজার ও নোয়াখালী কমিটির সভাপতি ও সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাবৃন্দ। জান্নাতুল রহমান সিজান এর এমন সফলতায় শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ অত্যন্ত উচ্ছ্বসিত। সিজান এর বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মঠবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, রাজাপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহোদয় বলেন সিজানের সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত, তিনি বলেন আমরা ছাত্র ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ত্ব দিয়ে থাকি। আমার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সুযোগ্য এবং আন্তরিক।একজন কিশোর যাতে আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখতে পারে এমন সব বিষয়ে নির্ভুল শিক্ষা দানের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তুলতে আমরা রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সর্বদাই আন্তরিক। তিনি আরও বলেন আমাদের বিদ্যালয় অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অনেকবার শ্রেষ্ঠত্ত্বের সুনাম ছিনিয়ে এনেছে। বরিশাল বিভাগের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সিজানের আজকের সাফল্য বিদ্যালয়ের নিবেদিত শিক্ষক বৃন্দের সঠিক দিক নির্দেশনার প্রতিফল।সিজান রাজাপুর সদর উপজেলার মৃত মো: ছিদ্দিকুর রহমান ও মাসুদা বেগমের সন্তান।সিজানের মা মাসুদা বেগম জানান সিজান ছোট বেলা থেকেই লেখালেখি বিষয়ে অনুরাগী। পাছে পড়া লেখার ক্ষতি হতে পারে তাই তাকে লেখালেখি থেকে বিরত থাকতে বাধ্য করতাম। কিন্তু সে লুকিয়ে লুকিয়ে তার প্রচেষ্টা চালিয়ে যেত। হয়তো তার সুফল আজকের এ প্রাপ্তি।তিনি বলেন বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাই আমার সন্তানের সাফল্য এনেছে। আমি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে কৃতজ্ঞতা জানাই।তিনি সিজানের ভবিষ্যত উন্নতি কামনায় সকলের আশির্বাদ প্রার্থনা করেন। সিজান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন এটা আমার জীবনের প্রথম সাফল্য, আমি বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতি কৃতজ্ঞতা জানাই, সেই সাথে বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জহির উদ্দিন বাবর ও প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত স্যারকে কৃতজ্ঞতা জানাই আমাকে উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ করে দেয়ার জন্য।যাঁদের অনুপ্রেরণা ও সহযোগিতায় আমার আজকের এ সাফল্য আমার সেই শিক্ষাগুরু দের আমার স্বশ্রদ্ধ সালাম জানাই।পরিশেষে যেটা বলব তা হল মা আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার সাফল্যের প্রথম প্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *