শনিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

Slider ফুলজান বিবির বাংলা

file-1

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশী হাজিদের নিয়ে শনিবার থেকে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে।

বিমান অফিস থেকে জানানো হয়, হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট সৌদি আরবের রাজধানী জেদ্দা থেকে রওনা হবে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ২ টায়)। ফ্লাইটটি রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

মক্কা ও মদিনা থেকে হাজিদের ফিরে আসার সুবিধার্থে প্রতি বছরের মত এ বছরও বিমান কতৃপক্ষ ‘সিটি চেক-ইন’ ব্যবস্থা শুরু করেছে।

বিমান অফিস থেকে জানানো হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি দেশের এক লাখ এক হাজার ৭শ’ ৫৮ হাজির মধ্যে ৪৯ হাজার ৫শ’ ৪৫ জন হাজি পরিবহন করেছে।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বাসসকে জানান, বিমান ঢাকা থেকে জেদ্দায় হাজিদের নিয়ে সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে পরিবহন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ বিমান সৌদি আরব থেকে হাজিদের ফেরত আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

ধর্ম মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, এ বছর পাঁচ হাজার একশ’ ৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ হাজার ছয়শ’ ১৪ জন জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন বরেন।

গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ফ্লাইট উদ্বোধনের পর ৪ আগস্ট থেকে বিমান হাজিদের পরিবহনে ঢাকা থেকে জেদ্দার পথে নিয়মিত হজ ফ্লাইট পরিচালনা করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *