শ্রীপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Slider ফুলজান বিবির বাংলা

02

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতনিধি:  গুলশানের হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় জঙ্গি হামলার জঙ্গীবাদের বিরুদ্ধে শনিবার (৩ সেপ্টেস্বর) বেলা ১১টা থেকে ২টার পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌরশহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে জঙ্গী ও নাশকতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পৌর শহরের শহরের রহমত আলী সরকারি কলেজর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নূর নবী আকন্দের সভাপতিত্বে স্থানীয় সাংসদ এড. রহমত আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এদিকে আব্দুল আওয়াল বেপারীর সভাপতিত্বে আবদুল আওয়াল ডিগ্রী কলেজে বক্তব্য রাখেন, তেলিহাটি ইউপি চেয়ারম্যান বাতেন সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

স্থানীয় সাংসদ সমাবেশে বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এ দেশ থেকে জঙ্গীবাদ চিরতরে নির্মূল করতে হবে। তাই জনসচেতনতা খুব জরুরী। স্কুল কজেলের শিক্ষার্থীরা যেন জঙ্গীবাদের সাথে না জড়িয়ে পরে সে দিকে গুরুত্ব দেওয়ারও আহ্ব্বান জানান তিনি।

একই সময় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ, তেলিহাটির আলহাজ্ব নওয়াব আলী উচ্চ বিদ্যালয়, হাজ¦ী ছোট কলিম উচ্চ বিদ্যালয়, ,মাওনা ইউনিয়নের মাওনা বহুমূখী উচ্চ বিদ্যালয়,সিঙ্গারদিঘী উচ্চ বিদ্যালয়, বারতোপা আফসার উদ্দীন উচ্চ বিদ্যালয়, গাজীপুর ইউনিয়নের ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, গাজীপুর উচ্চ বিদ্যালয়, শৈলাট উচ্চ বিদ্যালয়, কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ কে.এন উচ্চ বিদ্যালয়, বলদীঘাট জে.এম সরকার উচচ বিদ্যালয়,গলদাপাড়া এন আলী উচ্চ বিদ্যালয়, বরমী ইউনিয়নের বরমী ডিগ্রী কলেজ, বরমী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদেরবিরুদ্ধে সমাবশে অনুষ্ঠিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *