ঢাকা-গাজীপুর: ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, র‌্যাব ও পুলিশের পাহাড়া জোরদার

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি সারাদেশ

7d6cb9838807c694e25dfc4d51bff8b0-6

স্টাফ করেসপন্ডেন্ট, কাশিমপুর কারা ফটক থেকে:  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের আগে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানী ঢাকা ও গাজীপুরে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা আজ শনিবার  এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহসীন রেজা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সন্ধ্যার পরপরই রাজধানীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আর গাজীপুর জেলা প্রশাসনের চাহিদা মোতাবেক সেখানে চার প্লাটুন বিজিবি পাঠানো হয়েছে।

এদিকে আজ সকাল থেকে কাশিমপুর কারাগারের চারপাশে এবং কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। সেই সঙ্গে আজ সকাল থেকে অন্যান্য আসামির স্বজন ও দর্শনার্থীদের ভেতরে ঢোকার ব্যাপারে বাড়তি তল্লাশি এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে।

কারা এলাকায় আইন শঙ্খলা বাহিনীর মহড়া ও ফাঁসির কার্যক্রম দেখতে উৎসুক জনতার ভীড় বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *