বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় কমিটি গঠিত বাবর – সভাপতি ও প্রান্ত- সম্পাদক

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি জাতীয়

14159823_1643660829277513_544969777_n

 

14159205_1643660825944180_2089981016_n

 

 

 

 

 

 

 

 

‘তরুণরাই দেশের শক্তি,দেশের সম্পদ। আর দেশের ১১ কোটি তরুণকে নদী সুরক্ষায় সম্পৃক্ত করাই আমাদের অভিপ্রায়। আর সেই ধারাবাহিকতায় এবার গঠিত হল বরিশাল বিভাগীয় কমিটি। কেন্দ্রীয় নির্বাহী কমিটিরি সভাপতি মো. মনির হোসেন ও সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। জহির উদ্দিন মো. বাবর সভাপতি ও প্রাণ কৃষ্ণ বিশ্বাস প্রান্তকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে অভিবাবকত্বের ভুমিকায় থাকবেন অধ্যক্ষ অধ্যাপক সচীন কুমার রায় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ সভাপতি-নাজনীন পাখি, সহ সভাপতি হাবিবুর রহমান প্রিন্স, যুগ্ম সম্পাদক মোর্শেদা রুমা , যুগ্ম সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নাহিদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু মৃধা, অর্থ সম্পাদক সাইদুর রহমান রোমান, , জীব বৈচিত্র্য সম্পাদক জাকির হোসেন,শিল্প সাহিত্য সম্পাদক কবি সাঈদ তপু, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জীব হালদার, তথ্য গবেষনা জাহাংগীর হোসেন, ভ্রমন সম্পাদক উৎপল দাশ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় । উল্লেখ্য,নদী ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল, যারা নদী ভ্রমণ করে, সরেজমিন নদী পরিদর্শন করে, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ করে, নদী বিষয়ে নদী পাড়ের মানুষের সাথে তথ্যের আদান প্রদান করে, নদী পাড়ের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করার চেষ্টা করে। সংগঠনটি বিশ্বাস করে নদী পাড়ের মানুষ ও তরুণ সমাজ নদী বিষয়ে সচেতন হলে নদী সুরক্ষার কাজটি অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা,প্রতিবেশ রক্ষা, উন্নয়ণ ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বে”ছাসেবী নেটওয়ার্ক। নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অ¯ি’ত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে। সরেজমিন নদী বিষয়ে তথ্য সংগ্রহ করা,নদী মরে যাওয়া,নদী দূষিত হওয়ার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবহিত করাও এ নেটওয়ার্কের অন্যতম একটি কাজ। নিরীহ, অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণীর সেবা ও বিরুপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদী পরিব্রাজক দল বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে।

-বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *