গাজীপুরে রাজপথে এক কলেজ শিক্ষকের সামাজিক আন্দোলন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি টপ নিউজ ফুলজান বিবির বাংলা

14089619_1665054280478017_1382169175_n

 

মোঃ জাকারিয়া/ আলী আজগর পিরু,  গাজীপুর অফিস:  স্বামী স্ত্রী কলেজের শিক্ষক। স্ত্রীর উচ্চ শিক্ষার সূযোগে স্বামীও গিয়েছিলেন জাপানে। জাপানকে পরিস্কার পরিচ্ছন্ন দেখে তিনি তার মাতৃভূমির অপরিচ্ছনা দূরার অঙ্গিকার করেন মনে মনে। তার অঙ্গীকার বাস্তবায়নে তিনি একাই সামাজিক আন্দোন সৃষ্টির জন্য নিজের তৈরী আন্দোলন উপকরণ নিয়ে নেমেছেন রাস্তায়। আর তাকে দেখতে রাস্তার দুই পাশে ভীড় করেছেন উৎসুক জনতা। কেউ হাসছেন। আবার কেউ বা আন্দোলনকে সমর্থন করে মৌন সম্মতি দিচ্ছেন। ফলে  প্রশংসা আর নিন্দায় চলছে ওই শিক্ষকের সামাজিক আন্দোলন। ইস্যু হল পরিচ্ছন বাংলাদেশ চাই। নিঃসন্দেহে এটি একটি ব্যাতিক্রম ধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ।

গতকাল বিকালে গাজীপুর শহরের রাজবাড়ি রোডের বিভিন্ন স্থানে দেখা গেছে ওই নীতিবান শিক্ষকের সামাজিক আন্দোনের প্রতিকৃতি।

জিজ্ঞেস করে জানা গেলো, তার নাম মোঃ আমিনুল ইসলাম তিতাস। তিনি গাজীপুর সরকারী মহিলা কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *