সারাদেশে নৌ ধর্মঘট চলছে

Slider জাতীয়

28454_boat

 

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট চলছে। এতে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান বন্দরগুলো। গতকাল দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে বেতন ন্যূনতম ১০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে দূরপাল্লার নৌশ্রমিকরা এই ধর্মঘট পালন করছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ্ আলম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ বেতন স্কেল ঘোষণা, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাস, ডাকাতি ও চাঁদাবাজি বন্ধসহ নদীপথ প্রতিরক্ষার দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে। নৌশ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে চার দফা দাবিতে ডাকা এ ধর্মঘট চলছে। কর্মসূচিতে ১৭টি নৌযান শ্রমিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, শ্রমিকরা গত জানুয়ারিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করলে ৩০ কার্যদিবসের মধ্যে জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে নৌযান শ্রমিকদের মজুরিকাঠামো নির্ধারণ করার ঘোষণা দেওয়া হয়। পরে গত ২০ এপ্রিল শ্রমিকরা সারাদেশে ধর্মঘট শুরু করলে ছয় দিন পর ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করার ঘোষণা দেন নৌমন্ত্রী শাজাহান খান। তা এখনও বাস্তবায়িত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *