বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে যুবকের ৭ বছরের দণ্ড

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

73508_adalot shaja logo
গ্রাম বাংলা ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কটূক্তির দায়ে এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাইবার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামসুল ইসলাম আজ বুধবার এ রায় দেন। তন্ময় মল্লিক নামে সাজাপ্রাপ্ত এই যুবকের বাড়ী খুলনার দাকোপ থানার গুরকাঠি গ্রামে। তার বাবার নাম তুলসি মল্লিক।

সাত বছর দণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। রায়ের আগে তাকে আদালত থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, তন্ময় মল্লিক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান রচনা করে তা মেমোরি কার্ডের মাধ্যমে প্রচার করেন। এই ঘটনায় দাকোপ থানার এসআই জয়নাল আবেদিন বাদি হয়ে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করেন। চলতি বছরের ১৯ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাইবার ট্রাইব্যুনাল। এ মামলায় বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালে ১০ জন স্বাক্ষী দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *