সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৩

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

59768_Road Accident Logo

গ্রাম বাংলা ডেস্ক: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, সলঙ্গা ও নাটোর হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে।

ঢাকা-রাজশাহী-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিশু সাদিয়া (৪) নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষিদ্রবিশা গ্রামের বুবুল হোসেনের মেয়ে। অন্য দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে রাজশাহীগামী নাবিলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজায় এলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়কের উপর উল্টেগেলে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত ও কমপক্ষে ২২ জন আহত হন।

তাদের সিরাজগঞ্জ, সলঙ্গা ও নাটোর হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। এ সময় বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হওয়া উত্তর ও দক্ষিণবঙ্গগামী কয়েকশ’ যানবাহন আটকা পরে।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ, সলঙ্গা থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে উদ্ধার কাজ করে। প্রায় ৫০ মিনিট পর মহাসড়ক যানজনমুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *