চিলমারিতে ত্রাণ কার্যক্রমে নেই সমন্বয়, বিতরণে নয় ছয়

Slider বাংলার মুখোমুখি সারাদেশ

file (2)

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বয় না থাকায় বিভিন্ন এনজিও, প্রতিষ্ঠান অথবা ব্যক্তি উদ্যোগে সহায়তার নামে বানভাসীদের হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রমনা ইউনিয়ন পরিষদে ত্রাণ নিতে আসা এমিলি, জমিলা, কমলাসহ অনেকে বলেন ২দিন ঘুরে স্লিপ পাইছি আর ৩ঘন্টা রোদে দাড়িয়ে থেকে মিললো ২ কোজি চিড়া, ১/২ কেজি গুড়, ১ প্যকেট বিস্কুট আর কেক। এই ত্রাণ বিতরণ করেন জনৈক প্রতিষ্ঠিত শিল্পপতি। এ সময় তারা অসহায়ের মতো তাকিয়ে বলেন বাবা গো, তোমরায় কন হামরা গরীব। বন্যায় ভাসী এই জন্য কি হামরা মানুষ নই। রমনা ইউনিয়ন ছাড়াও সরকারী ভাবে, উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে, বিভিন্ন এনজিও, প্রতিষ্ঠান ও ব্যাক্তি উদ্দ্যেগে ত্রাণ বিতরণ করা হয়েছে। তা শুধু প্রচার আর আলোচনায় আসার জন্য বলে মন্তব্য করেন সচেতন মহল। একটি ব্যাংকের স্লিপ বিতরণের স্লিপ প্রতি ২শ থেকে ৪শ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। জানা গেছে, পুরো উপজেলায় মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে অসংখ্য বাড়িঘর, নষ্ট হয়েছে অসংখ্য ফসলি জমি। ভেঙ্গে গেছে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট। পানিতে এখনো ডুবে আছে বেশকিছু বাড়িঘর। বন্যার পানি নামতে শুরু করায় এখন দেখা দিচ্ছে নানা সমস্যা। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারী ভাবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেয়ার দাবি করা হলেও বেশিরভাগ বানভাসী মানুষ তা থেকে বঞ্চিত। এদিকে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতে ব্যস্ত হয়েছে জনগণ। পানি নামলেও নতুন করে বিপত্তি বেধেছে কাঁদামাটি। নোংরা হয়ে গেছে ঘরবাড়ি। নিজের যা আছে বা অন্যের কাছ থেকে টাকা ধার করে হলেও ঘর তৈরির প্রয়োজনীয় উপকরণ কিনছেন। স্বামী-স্ত্রী, ছেলেমেয়ে পরিবারের সবাই এ কাজে ব্যস্ত। ত্রাণ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (অতি.) রফিকুল ইসলাম বলেন সরকারী ভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসছে এবং তা সঠিক ভাবে বিতরণ করা হচ্ছে তবে এনজিও, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের বিষয়ে বলেন, অনেকে জানিয়ে আবার অনেকে না জানিয়েও বিতরণ করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুদ্দৌলা জানান এখন পর্যন্ত সরকারীভাবে ১৯২ মেট্রিক টন চাল ও ৯৫০ পরিবারের মাঝে বিশেষ পেকেজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *