৩৪ কোম্পানির ওষুধ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

Slider অর্থ ও বাণিজ্য বাংলার মুখোমুখি

file (2)

 

দেশের ৩৪টি ওষুধ উৎপাদক কোম্পানিকে বাজার থেকে ওষুধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই কোম্পানিগুলোর ওষুধ মানসম্পন্ন না হওয়ায় এ নির্দেশ দেয়া হয়েছে। আজ বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। উল্লেখ্য, গত ৫ই মে মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। এর প্রেক্ষিতে ৩৪টি ওষুধ কোম্পানির সব ধরনের উৎপাদন বন্ধে হাইকোর্ট রায় দেন। ১৫ই জুন আপিল বিভাগও ওই রায় বহাল রাখেন। পরে, গত ২৮ জুন একটি জাতীয় দৈনিকে ‘মানহীন ৩৪ কোম্পানির ওষুধ এখনও বাজারে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করে মানহীন ওষুধ প্রত্যাহারের আবেদন জানানো হয়। আজ এ সংক্রান্ত শুনানি শেষে হাইকোর্ট বাজার থেকে অতিদ্রুত ওষুধ প্রত্যাহারের নির্দেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। ওই ৩৪টির মধ্যে ২০টি ওষুধ উৎপাদক কোম্পানি। আর ১৪টি কেবল এন্টিবায়েকিট উৎপাদক। আদালতের নির্দেশে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালককে সাত দিনের মধ্যে উৎপাদন বন্ধ করে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *