বাংলামেইলের মালিক, ভা.সম্পাদকসহ ৪ জনের নামে মামলা, আটক-৩

Slider বিনোদন ও মিডিয়া

bm20160808171716

খবর প্রকাশের জেরে অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল এর মালিক ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা ঠুকেছে ৠাব। সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন নিউজ পোর্টালটির মালিক ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ। ফজলুল আজিম ছাড়া বাকি ৩ জন বর্তমানে ৠাব-৩ এর কার্যালয়ে আটক রয়েছেন।

ৠাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) খন্দকার সরোয়ার আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভুয়া খবর প্রকাশের কারণে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

এদিকে বিতর্কিত ও ভূয়া খবর প্রকাশের কারণে নিউজপোর্টালটির সব অ্যাক্রিডিটেশন ক‍ার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *