এ কি তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত?

Slider বাধ ভাঙ্গা মত

24480_nice-terroris

 

রক্তাক্ত পৃথিবী। রক্ত ঝরছে সারা দুনিয়ায়। প্রতিদিনই পৃথিবীর কোথাও না কোথাও হামলা হচ্ছে। মারা যাচ্ছে মানুষ। পৃথিবী নামক সভ্যতা কি এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। নতুন কোন ফরম্যাটে কি চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। হিংসা-হানাহানির এ অধ্যায়ের শেষ কবে।
হিসাব রাখা যাচ্ছে না। পরিসংখ্যানবিদরা ব্যস্ত। ব্যস্ত সংবাদকর্মীরাও। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, বাংলাদেশ, সোমালিয়া, পাকিস্তান- পৃথিবীর কোথায় হামলা হচ্ছে না? নানা ধরনের হামলা। কোথাও কোথাও মাত্র একজন ব্যক্তি হাজির হচ্ছেন বিভিষীকারূপে। কোথাও কোথাও বিমান থেকে নির্বিচারে ফেলা হচ্ছে বোমা। কয়দিনের মধ্যেই চার দফায় হামলা হয়েছে জার্মানিতে। অভিবাসীদের প্রতি সহনশীলতার জন্য এখন সমালোচনার মুখে পড়তে হচ্ছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে।
কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত হওয়ার ঘটনা একেবারেই টাটকা। এরআগে গুলশানে জঙ্গি হানায় ২২ জন নিহত হওয়ার  ধাক্কা এখনও কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ। কয়দিন ধরে ঢাকার আকাশে-বাতাসে নানা ধরনের গুজব। স্বাভাবিক জীবন ধারণ করাই যেন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যায় দিন ভালো যায়- সারা পৃথিবীর জন্যই যেন এখন এই প্রবাদ বাক্যটি সত্য। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অথবা পরিস্থিতি আর কত খারাপ হতে পারে সেদিকে দৃষ্টি রাখছেন পর্যবেক্ষকরা। এ সময়ে প্রার্থনা ছাড়া মানুষের আসলে খুব বেশি কিছু কি করার আছে? অবসান হোক এই সংঘাতের। স্বাভাবিক ছন্দে ফিরুক পৃথিবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *