আমার সেই বেস্ট ফ্রেন্ডই আজ প্রেসিডেন্ট প্রার্থী’

Slider টপ নিউজ সারাবিশ্ব

24471_Bill

 

১৯৭১ সালের বসন্তকাল। তখন একটি মেয়ের সাক্ষাত পাই আমি। ইয়েল ল স্কুলে পরিচয়ের সূত্র ধরে সেই মেয়েটিই হয়ে ওঠে আমার বেস্ট ফ্রেন্ড। আমি সেই বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করি। তারপর থেকে আমাদের চলাফেরা, আলোচনা, হাসিখুশি এক সঙ্গে চলছে। সেই মেয়েটিই হিলারি ক্লিনটন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটদের সম্মেলনে এভাবেই নিজের স্ত্রী হিলারি ক্লিনটনকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। শান্ত পায়ে তিনি যখন মঞ্চে এগিয়ে এলেন তখন চারদিকে হর্ষধ্বনি। তার বয়স প্রায় ৭০ বছর। তারপরও তার বাগ্মিতা মুগ্ধ করে সবাইকে। তিনি ৩৮ মিনিটের বক্তব্যে হিলারি ক্লিনটনের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ইয়েল ল স্কুলের সেই যুবতীকে যুক্তরাষ্ট্রের বৃহৎ দল ডেমোক্রেট পার্টি থেকে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচনের পথচলা তিনি পর্যবেক্ষণ করছেন। একমাত্র কন্যা চেলসি ক্লিনটনের জন্ম থেকে পথচলা, হিলারির পররাষ্ট্রমন্ত্রী হয়ে ওঠার গল্প মুগ্ধ করে সবাইকে। তিনি তার বেস্ট ফ্রেন্ট হিলারি ক্লিনটনকে ‘চেঞ্জ মেকার’ হিসেবে আখ্যায়িত করেন। হিলারি ক্লিনটন দলীয় মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে গত সপ্তাহে রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এ দুটি বিষয়কে তুলনা করেন এভাবে ‘ওয়ান ইজ রিয়েল’ এবং ‘দ্য এনাদার ইজ মেড আপ’। এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন কন্যা চেলসি ক্লিনটন ও তার স্বামী মার্ক মেজভিনস্কি। তারা বার বারই হাততালি দিয়ে, উঠে দাঁড়িয়ে পিতার বক্তব্যে সমর্থন দিচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *