নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে সমন

Slider জাতীয় রাজনীতি

24172_khaleda

 

স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে  বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছেন নড়াইলের একটি আদালত। সোমবার নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক মো. জাহিদুল আজাদ আগামী ২৩ আগস্ট খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। জেলার কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মো. রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে গত বছরের ২৪ ডিসেম্বর মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, গত ২১/১২/১৫ তারিখ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদ হয়েছেন বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন, তা নিয়ে বির্তক আছে। যা পরের দিন তারিখে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *