ভারতীয় আইএস এজেন্ট মুসার বাংলাদেশ-যোগ নিয়ে এনআইএ’র তদন্ত

Slider ফুলজান বিবির বাংলা

23999_aaa

 

সম্প্রতি পশ্চিমবঙ্গের বীরভূম থেকে আটক আইএস এজেন্ট আবু আল মুসা আল বেঙ্গলির সঙ্গে বাংলাদেশের যোগসুত্র খুঁজে পেতে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ তদন্ত করছে। পশ্চিমবঙ্গের সিআইডির হেফাজতে থাকা মুসাকে ইতিমধ্যেই এনআইএ’র গোয়েন্দারা বেশ কয়েকবার জেরা করেছে। আর এই জেরা থেকেই উঠে এসেছে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা মোহাম্মদ সুলেমানের যোগাযোগের বিষয়টি। সুলেমানই গুলশানের জঙ্গী হামলার মাথা বলে মনে করা হচ্ছে। প্রায় সাত মাস আগে এই হামলার পরিকল্পনা ছকে সে  ভারতে পালিয়ে এসেছিল। ভারতে থাকালীন আইএস এজেন্ট মুসার একাধিকবার সুলেমানের সঙ্গে বৈঠক হয়েছে। কখনো বৈঠক হয়েছে হায়দরাবাদে, কখনো মালদহে। জিজ্ঞাসাবাদে মুসা জানিয়েছেন, সুলেমানের সঙ্গে তার যোগাযোগ দীর্ঘদিনের এবং ২০১৪-১৫ সালের মধ্যে তাদের ছয়বার সাক্ষাৎ হয়েছে। তবে এনআইএ এবার বিশেষ করে মুসার বাংলাদেশ যোগসুত্রটি জানার জন্যই তদন্তে হাত দিয়েছে। জেএমবির কাদের সঙ্গে মুসার যোগাযোগ ছিল বা গুলশানে জঙ্গী হানাদারদের মধ্যে কাউকে সে চেনে কিনা এসব তথ্য জানার চেষ্টা হবে বলে এনআইএ সুত্রে বলা হয়েছে। প্রয়োজনে মুসাকে এনআইএ’র হেফাজতে নেওয়া হতে পারে। একটি সুত্রে জানা গেছে, সুলেমানের সঙ্গে মুসার যোগাযোগ করিয়ে দিয়েছিল ভারতে আইএসের প্রধান সফি আরমার। আর তাই মুসাকে জিজ্ঞাসাবাদ করে সুলেমানেরও খোঁজ পাওয়ার চেষ্টা করছে গোয়েন্দারা। এর আগে অনেকবারই গোয়েন্দারা সুলেমানের ডেরায় পৌঁছে গেলেও শেষ মুহূর্তে সে সরে পড়ে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *