অপারেশন ম্যাক্সিমাস স্থগিত ঘোষণার পর জঙ্গি আস্তানায় বিস্ফোরণ

Slider জাতীয়

59700_lead

 

মৌলভীবাজার প্রতিনিধি; মৌলভীবাজারে শহরের বড়হাটের জঙ্গি আস্তানায় চলছে অপারেশন ম্যাক্সিমাস। শুক্রবার দিনভর অভিযান চলার পর সন্ধ্যায় স্থগিত করা হয় আলো স্বল্পতার জন্য। তবে অভিযান স্থগিত ঘোষণার পর রাত আটটায় জঙ্গি আস্তানায় পর পর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পরে অভিযানকারী দলের সদস্যরাও ওই বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছে, আজ সকাল থেকে ফের অভিযান শুরু হবে। গতকাল অভিযান চলাকালে ওই বাড়ি ঘিরে দফায় দফায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। অভিযান চলার সময় একজন পুলিশ সদস্য কয়ছর আহমদ (৩০) আহত হয়েছেন। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন আবহাওয়া ভাল থাকলে শনিবার সকাল থেকেই অভিযান শুরু হবে। গতকাল সকাল থেকেই জঙ্গি আস্তানা বড়হাটের আশ-পাশে মাইকিং করে পুলিশের পক্ষ থেকে এলাবাসীকে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা  কথা জানানো হয়। বলা হয় বাসার দরজা-জানালা বন্ধ করে রাখতে। পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের স্থানে স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *