জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে: প্রধানমন্ত্রী

Slider জাতীয়

file

 

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসেম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। জাতীয় ঐক্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রশ্নকর্তাকে উদ্দেশ্যে করে বলেন, আপনি কি মনে করেন না জাতীয় ঐক্য এরইমধ্যে হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে। সন্ত্রাসী, জঙ্গি, পেট্রলবোমা হামলাকারী, যুদ্ধাপরাধী তাদের কথা আলাদা। এটাই বাস্তবতা।
গণভবনে সংবাদ সম্মেলনে আসেম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরার পর বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। যারা ধর্মের নামে তরুণদের জঙ্গিবাদে জড়াতে উসকানি দিচ্ছে, তাদের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যাদের  কোনো অভাব নেই, ভালো খায়, ভালো পড়ে, তারাই এখন জঙ্গিবাদে জড়াচ্ছে। যেখানে তাদের জন্য কোনো কিছুই অপূরণীয় থাকে না, সেখানে কেন তারা এটা করছে, এর যৌক্তিকতা কী? তারা এখন বেহেস্তের হুর পরী পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এর কী যৌকিক্ততা? কারা তাদের পেছন থেকে উসকাচ্ছে? মানুষ খুন করলে বেহেস্তের দরজা খোলে না। এই যুবকদের কারা অস্ত্র দিচ্ছে, কারা অর্থ যোগাচ্ছে, তাদের তথ্য সম্মিলিতভাবে খুঁজে বের করার কথা বলেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *