ট্রাম্পের সঙ্গে নারীদের নিয়ে রগরগে আলোচনার জন্য চাকরি হারালেন বিলি বুশ

Slider সারাবিশ্ব

36296_billy-bush-trump

 

ঢাকা;  বেশ কয়েক দিন ধরে সমঝোতা করার চেষ্টা করেছেন বিলি বুশ। কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা ধরে রাখতে পারলেন না। তাকে এনবিসি ত্যাগ করতেই হলো। ডনাল্ড ট্রাম্পের সঙ্গে নারীদের নিয়ে রগরগে আলোচনার জন্য তাকে দায়ী করা হয়। ওই সংলাপে তিনি ও ট্রাম্প নারীদের নিয়ে নোংরা, অশালীন মন্তব্য করেছেন। এর ফল হিসেবে এনবিসি থেকে তাকে বিদায় নিতে হলো। তাকে চাকরি থেকে সরে যাওয়ার নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, বিলি বুশ এনবিসিতে স্থানীয় সময় সকাল ৯টায় ‘টুডে’ নামে একটি শো করেন। কিন্তু ৭ই অক্টোবর ট্রাম্পের সঙ্গে তার নোংরা সংলাপের অডিও ভিডিও প্রকাশ পাওয়ার পর ওই শো আর প্রচার করা হয় নি। নারীদের নিয়ে ওই মন্তব্যের জন্য তিনি এরই মধ্যে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছেন। কিন্তু তাতেও কোনো কাজ হয় নি। সোমবার রাতে ডনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প সিএনএনের অ্যান্ডারসন কুপারকে একটি সাক্ষাতকার দেন। এতে তার স্বামীকে নোংরা মন্তব্য করতে উস্কানি দেয়া হয়েছে বলে তিনি বিলি বুশকে দায়ী করেন। তিনি বলেন, ট্রাম্প ও বিলি বুশ যেসব আলোচনা করেছেন তা তো ছেলেদের সাধারণ আলোচনা। যখন ছেলেরা বড় হয়ে ওঠে তখন তারা নারীদের নিয়ে এমন আলোচনা করেই থাকে। কিন্তু ডনাল্ড ট্রাম্প ও বিলি বুশ যে বয়সে ওই আলোচনা করেছেন তার সঙ্গে ছেলেমি বা সাধারণ আলোচনা মিলিয়ে দেখা কি ঠিক! এসব নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। বিশেষ করে, ওই টেপ প্রকাশ পাওয়ার পর কমপক্ষে ৯ জন নারী ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির সরাসরি অভিযোগ এনেছেন। তারা যে বর্ণনা দিয়েছেন এবং ট্রাম্প সংলাপে যেসব কথা বলেছেন তা একই রকম। অর্থাৎ এ থেকে ট্রাম্পের আচরণের একটি মিল খুঁজে পাওয়া যায়। তবে যারা ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তাদের অতীত খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া ট্রাম্প সোমবার রাতে বিলি বুশকে আক্রমণ করে বক্তব্য রাখার দিনেই বিলি বুশ এনবিসির চাকরি হারিয়েছেন। ৪৫ বছর বয়সী এই তারকা এখন কি করবেন তা জানা যায় নি। তবে তিনি এখনই আরেকটি চাকরি খুঁজে নেয়ার পক্ষে নন। নির্বাচনের আগে তিনি এসব নিয়ে প্রকাশ্যে কোনো কথাও বলতে চান না। তার সঙ্গে ‘টুডে’ শোর এক্সিকিউটিভ ইনচার্জ নোয়া ওপেনহেইম বলেছেন, বিলি বুশ ‘টুডে’ টিমে নতুন সদস্য ছিলেন। তিনি ছিলেন ভাল একজন সহকর্মী। একই সঙ্গে এনবিসি পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। আমরা তার সফল ভবিষ্যত কামনা করি। বিলি বুশের আইনজীবী মার্শাল গ্রোসম্যান বলেছেন, এনবিসি ও বিলি বুশের মধ্যে সমঝোতা প্রক্রিয়া ছিল ফলপ্রসূ। উল্লেখ্য, বিলি বুশ হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ভাতিজা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ জব্লিউ বুশের কাজিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *