টোরি নেতৃত্বের লড়াই থেকে সরে দাঁড়ালেন লিডসম

Slider সারাবিশ্ব

 

 

22055_May-Leadsom

 

 

 

 

ডেভিড ক্যামেরনের উত্তরসূরী হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ালেন অ্যান্দ্রিয়া লিডসম। দেশটির বর্তমান ‘সংকটময় পরিস্থিতিতে’ দলের তথা বৃটেনের নতুন নেতৃত্ব নির্বাচনে দীর্ঘ নয় সপ্তাহের প্রচারণাকে ‘অত্যন্ত অনাকাক্সিক্ষত’ মনে করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে এখন টোরি দলের নেতৃত্বের লড়াইয়ে টিকে থাকলেন কেবল থেরেসা মে। তিনিই সম্ভবত হতে যাচ্ছেন কনজারভেটিভ দলের পরবর্তী নেতা। বৃটিশ প্রধানমন্ত্রীর দায়িত্বও পেতে যাচ্ছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি ও গার্ডিয়ান। খবরে বলা হয়, কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াইয়ে দুই ধাপ শেষে টিকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে ও জ্বালানীমন্ত্রী অ্যান্দ্রিয়া লিডসম। আগামী ৯ই সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল দুজনের নির্বাচনী লড়াই। কিন্তু ব্রেক্সিট পরবর্তী বৃটেনের সংকটময় পরিস্থিতিতে দল ও দেশের নেতৃত্ব নির্বাচনের জন্য এত দীর্ঘ সময় ব্যয়কে অনাকাক্সিক্ষত মনে করেছেন লিডসম। তাছাড়া দ্বিতীয় ধাপে তিনি পেয়েছিলেন ৮৪ জন সংসদ সদস্যের সমর্থন, যা শতকরা হিসাবে ২৫ শতাংশ। অন্যদিকে ৬০ শতাংশেরও বেশি সমর্থন পেয়ে এগিয়ে ছিলেন থেরেসা। তাকে সমর্থন করা সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লিডসম। তবে তিনি মনে করছেন, দল ও দেশকে নেতৃত্ব দেয়ার জন্য এত অল্প সমর্থন যথেষ্ট নয়। আর থেরেসা মে তার থেকে বেশি সমর্থন নিয়ে বর্তমান পরিস্থিতিতে সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম। আর সে কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। আর নিজেকে নেতৃত্ব থেকে সরিয়ে নিলেও থেরেসার প্রতি তার পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান লিডসম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *