রোহানের নেতৃত্বেই অপারেশন

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

21516_ddd

 

 হলি আর্টিজানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার নেতৃত্বে ছিল রোহান ইমতিয়াজ। সে রেস্তরাঁর সিকিউরিটি গার্ড হায়দারকে প্রথম আক্রমণ করে। তার মুখে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে রেস্তরাঁর ভেতরে প্রবেশ করে। রোহানের আগেই ছয় জঙ্গি সদস্য দুজন করে খদ্দের বেশে ভেতরে প্রবেশ করে অবস্থান নেয়। পরে তারাও অস্ত্র বের করে জিম্মি করে ফেলে সবাইকে। জিম্মি ঘটনার পর উদ্ধার করা ১৩ জিম্মি ও রেস্তরাঁ কর্মচারীদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। জিম্মি ঘটনার অবসান হওয়ার পর থেকেই মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে গুলশানের-২ নম্বর সেকশনের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের হলি আর্টিজান বেকারি নামে ওই রেস্তরাঁয় উপস্থিতদের জিম্মি করে সাত অস্ত্রধারী জঙ্গি। এর কয়েক মিনিট আগে জঙ্গিদের দুজন দুজন করে রেস্তরাঁর খদ্দের হিসেবে প্রবেশ করে। সবার শেষে এগিয়ে যায় লম্বা এক তরুণ। যার ছবি দেখিয়ে পুলিশ রোহান ইমতিয়াজকে শনাক্ত করেছে। হাতে অস্ত্র নিয়ে রোহান ওই রেস্তরাঁয় প্রবেশ করে। হলি আর্টিজান রেস্তরাঁর দোতলা ভবনের সামনে একটি টালির ছাউনি দেয়া কফিঘর ছিল। সেখানেই গেটে দায়িত্ব পালন করছিলেন দারোয়ান হায়দার। অস্ত্র হাতে রোহান দারোয়ান হায়দারকে আঘাত করে। মুখে আঘাত লাগায় মাটিতে পড়ে যান হায়দার। এর পরপরই ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভবনের মূল দরজার দিকে এগিয়ে যায় রোহান।
সূত্র জানায়, রোহান রেস্তরাঁয় প্রবেশ করার সঙ্গে সঙ্গে অপর জঙ্গিরাও অস্ত্র বের করে জিম্মি করে ফেলে সবাইকে। ছড়িয়ে ছিটিয়ে থাকা রেস্তরাঁর দেশি-বিদেশি খদ্দেরদের এক জায়গায় করা হয়। রেস্তরাঁর বাইরের লেকের দিকের লনে তিনটি বসার টেবিল-চেয়ার পাতা ছিল। সেখানকার একটি টেবিলে বসে ছিলেন দুই বিদেশি নাগরিক। গুলির শব্দে তারা মাথা নিচু করে ছিলেন। অস্ত্রধারীরা তাদেরও রেস্তরাঁর নিচতলায় নিয়ে যায়। আনা হয় দ্বিতীয় তলায় বসা সবাইকে। হোটেলের ওয়েটার-কর্মচারীসহ সবাইকে বলা হয় তাদের কথামতো চললে কারো কিচ্ছু হবে না। পরবর্তীতে দেশি-বিদেশিদের আলাদা করে রাখা হয়। সবাইকে চেয়ার-টেবিলে বসিয়ে দুই হাত টেবিলে রেখে মাথা ঠেকিয়ে বসে থাকতে বলা হয়। কেউ মাথা তুললেই তাকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয় জঙ্গি সদস্যরা। সূত্র জানায়, এর মাঝে পুলিশ পরপর দুইবার অ্যাকশন নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। দোতলা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে অস্ত্রধারীরা। সঙ্গে মুহুর্মুহু গুলি। জঙ্গিদের কাছ থেকে যে একে ২২ অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে সেটি থেকে প্রতি সেকেন্ডে ৫০-৬০ রাউন্ড গুলি বের হয়। পুলিশ ফিরে গেলে দেশি নাগরিকদের নেয়া হয় দ্বিতীয় তলায়। আর বিদেশি নাগরিকদের রাখা হয় নিচ তলায়। জঙ্গি সদস্যরা বিদেশিদের সঙ্গে স্পষ্ট কথা বলে।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রথম যখন ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তখনই রেস্তরাঁর কর্মচারীসহ কিছু অতিথিও বের হয়ে যান। রেস্তরাঁর বাইরের লনে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ভারতীয় এক নাগরিকও ছিলেন। তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এছাড়া অনেকেই পড়িমরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেকেই দোতলা থেকে লাফিয়ে পড়েন। কেউ বাথরুমে গিয়ে আত্মগোপন করেন। মিরাজ, সবুজ, আশরাফসহ কয়েকজন ছিলেন ভেতরেই। জঙ্গিদের অস্ত্রের মুখে জিম্মি হয়ে, অন্যসব অতিথির সঙ্গে।
জিজ্ঞাসাবাদকারী ওই সূত্র জানায়, জঙ্গিরা দেশীয় নাগরিকদের সঙ্গে ভালো আচরণ করেছে। জঙ্গিরা তাদের কাছে কোরআন- হাদিসের বিভিন্ন ‘ছবক দিয়ে’ মদ খাওয়া এবং পার্টিতে না যাওয়ার জন্য পরামর্শ দেয়। নিয়মিত নামাজ আদায় করা এবং কোরআন- হাদিসের আলোকে চলার জন্য বলে তাদের। শিশু ও দেশীয় নারী নাগরিকদের সঙ্গে ভদ্র আচরণ করে জঙ্গি সদস্যরা। হোটেল কর্মচারীদের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের সেহরিও খাওয়ানো হয়। পরে সবাইকে বাধ্যতামূলক নামাজ আদায়ের জন্য বলা হয়। জঙ্গিরা নিজেরাও রোজা রাখার জন্য সেহরি খেয়ে নেয়। নিজেরাও আদায় করে নেয় নামাজ। বাংলাদেশিদের তারা বলে, তারা ইসলামের জন্য জিহাদের খাতায় নাম লিখিয়েছে। কাফের-মুশরেকদের হত্যার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করা তাদের ঈমানি দায়িত্ব। এ জন্য মারা গেলে তারা শহীদ হবে। তাদের জন্য বেহেস্ত প্রস্তুত হয়েছে। মুসলিমদের সঙ্গে তাদের বেহেস্তে দেখা হবে বলেও জঙ্গিরা জানায়।
সূত্র জানায়, জঙ্গিরা দেশি নাগরিকদের কলেমা পড়তে পারে কিনা তা জানতে চায়। দেশি নাগরিকদের মধ্যে তিন জন কলেমা পড়তে পারেনি বলে তাদের হত্যা করা হয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। তবে অপর একটি সূত্র জানায়, দেশি নাগরিকদের মধ্যে ফারাজ আইয়াজ হোসেন। তাকে জঙ্গিরা চলে যেতে বললেও সে তার দুই বন্ধু অবিনতা কবির ও ভারতীয় নাগরিক তারুশি জৈনকে ছেড়ে যেতে চায়নি। একারণে তাকেও হত্যা করেছে জঙ্গিরা। সূত্র জানায়, সকালে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে অপারেশন থান্ডারবোল্ট শুরু হয়, তখন জিম্মি দেশি নাগরিকদের বাইরে বেরিয়ে চলে যেতে বলে অস্ত্রধারী জঙ্গিরা। এসময় সবাই একে একে বেরিয়ে আসে ভেতর থেকে। পরে সেনা সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত নিরাপদে সরিয়ে নেয়। এরপর থেকে জঙ্গিরা সেনা কমান্ডোদের সঙ্গে পাল্টা আক্রমণও চালানোর চেষ্টা করে।
জঙ্গিদের অস্ত্র ও গ্রেনেড ছিল অত্যাধুনিক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জঙ্গিদের প্রত্যেকের কাছে ৭ দশমিক ৬২ বোরের অস্ত্র ছিল। একটি একে- ২২ অ্যাসল্ট রাইফেল ছিল তাদের কাছে। গুলি ছিল অসংখ্য। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, জঙ্গিরা অন্তত ৪ থেকে ৫শ’ রাউন্ড গুলি ছুড়েছে। জঙ্গিদের ছোড়া অনেক গুলির দাগ লেকভিউ ক্লিনিকের দেয়ালে রয়েছে। সূত্র জানায়, তাদের কাছে অন্তত ৮-১০টি গ্রেনেড ছিল। পুলিশের দুই দফা চেষ্টায় তারা দুটি গ্রেনেড ছুড়ে। চারটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়। ‘অপারেশন থান্ডারবোল্ট চলার সময় কয়েকটি গ্রেনেডের বিস্ফোরণ হয়।’ প্রাথমিক তদন্তে গ্রেনেডগুলো অনেক শক্তিশালী জেলসম্পন্ন ছিল বলে জানা গেছে। এসব গ্রেনেডের স্প্লিন্টার শরীরে বিদ্ধ হলে অপরদিকে বের হয় না। শরীরের ভেতরে প্রবেশ করামাত্রই ছড়িয়ে পড়ে। সূত্র জানায়, কিছুদিন আগে জয়পুরহাট ও বগুড়া থেকে উদ্ধার করা গ্রেনেডের সঙ্গে এসবের কিছুটা মিল রয়েছে বলে জানা গেছে।
সুরক্ষিত এলাকায় অস্ত্র গেলো কিভাবে? কাউন্টার টেরোরিজম ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, গুলশানের কূটনৈতিকপাড়ায় সুরক্ষিত এলাকায় জঙ্গিরা অস্ত্র ও গ্রেনেড নিয়ে গেলো কিভাবে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তারা। তাদের ধারণা, জঙ্গিরা কোনভাবে অস্ত্র-গ্রেনেডের ব্যাগটি গুলশানের কোনো সুরক্ষিত স্থানে রেখে দেয়। পরে তারা কূটনৈতিক পাড়ায় প্রবেশ করে। কারণ কূটনৈতিক এলাকার প্রায় প্রতিটি সড়কে পুলিশের চেকপোস্ট ও তল্লাশির ব্যবস্থা রয়েছে। সূত্র বলছে, তারা পুরো গুলশান এলাকার প্রতিটি সিসিটিভির ভিডিওচিত্র বিশ্লেষণ করছেন। জঙ্গিরা একটি গাড়িতে করে ওই রেস্তরাঁর সামনে যায় বলেও তাদের কাছে তথ্য রয়েছে। তবে বিষয়টি তারা নিশ্চিত হতে পারেননি।
নিহত ৬ জাপানি নাগরিক ছিলেন
মেট্রোরেল প্রকল্পের কনসালট্যান্ট
গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত সাত জাপানি নাগরিকের মধ্যে ছয়জনই ছিলেন ঢাকার মেট্রোরেল প্রকল্পের পরামর্শক। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানিয়েছেন। তবে তাদের মৃত্যুতে মেট্রোরেলের নির্মাণকাজ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন মন্ত্রী। এর আগে গত রোববার ঢাকার বহুল আলোচিত এই প্রকল্পটির নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেল প্রকল্পটি গাজীপুরের টঙ্গীকে ঢাকার মতিঝিলের সঙ্গে মেট্রোরেল পথে যোগাযোগ করবে। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেট্রোরেলের নির্মাণ কাজ ২০১৯ সালে শেষ হবে। তবে জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইওশিদি সুগার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জাপানের নিহত নাগরিকদের সবাই ছিলেন প্রকৌশলী এবং তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় যানজট ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করছিলেন। এদিকে গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে সন্ত্রাসীরা ২০ জন বেসামরিক ব্যক্তিকে জবাই করে হত্যা করে। এদের মধ্যে সাতজন জাপানি নাগরিক ছিলেন। এদের পাঁচজন পুরুষ ও দুজন মহিলা। নিহতদের মধ্যে চারজনের নাম প্রকাশ করেছেন জাপানি কর্মকর্তারা। এরা হলেন- কোয়া ওগাসাওয়ারিয়া, মাকোতো ওকামুরা, ইউকো সাকাই এবং রুই শিমোদাইরা। ওই দিন রাতে হলি আর্টিজানে মূলত আটজন জাপানি নাগরিক খেতে গিয়েছিলেন। এদের মধ্যে একজন জীবিত উদ্ধার পেয়েছেন। ঢাকায় শুক্রবার রাত থেকে শুরু হওয়া ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার পূর্বনির্ধারিত নির্বাচনী সফর বাতিল করেন।
৭৯ নম্বরে শোকাতুর পরিবেশ
থেমে থেমে বৃষ্টি। অন্য দিনের মতো নেই মানুষের আনাগোনা। চারদিকে বিষাদের সুর। শোকাতুর পরিবেশ। দুদিন আগেই ঘটে গেছে বিয়োগান্তক ও মর্মান্তিক এক দুর্ঘটনা। যার রেশ কাটেনি এখনো। গতকাল রাজধানীর গুলশান-২ নম্বর সেকশনের ৭৯ নম্বর রোড ও তার আশপাশ এলাকায় দিনভর ঘুরে দেখা গেছে এমনই চিত্র। কেউ কেউ অকুস্থলের কাছেই অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায়  স্মরণ করছেন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহতদের। অনেকে নীরবে করছেন অশ্রুসংবরণ। গতকাল দেখা যায় হলি আর্টিজান রেস্টুরেন্টের প্রবেশমুখে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে সশস্ত্র অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম ব্যারিকেড পেরিয়ে ভেতরের দিকে একটু দূরে রেস্টুরেন্টের প্রবেশমুখেও আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র প্রহরা। নিরাপত্তাজনিত কারণে গণমাধ্যমকর্মীসহ কাউকেই হলি আর্টিজন-এ প্রবেশ করতে দেয়া হয়নি। রেস্টুরেন্টের আশপাশে যে কয়েকটি ফ্ল্যাটে বাসিন্দারা থাকেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এছাড়া ৭৯ নম্বর সড়কের মুখে, অন্য তিন সড়কের আশপাশেও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র অবস্থান।
এরই মধ্যে ব্যারিকেডের ডানপাশে গুলশান ট্র্যাজেডিতে নিহত বাংলাদেশি ও বিদেশিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের নাগরিক, মুক্তিযোদ্ধা, নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা। নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে তারা শোকে কাতর হয়েছেন। দুই ভারতীয় দম্পতি অঞ্জন ভট্টাচার্য ও উর্মি ভট্টাচার্য ফুলেল শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় আবেগঘন হয়ে পড়েন তারা। অঞ্জন ভট্টাচার্য বলেন, একবার ভাবুন, নিরীহ কয়েকজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হলো। এর মধ্যে শিক্ষার্থীও ছিল। তাদের কত সুন্দর ভবিষ্যৎ ছিল। তিনি বলেন, সন্ত্রাসবাদ এখন শুধু নির্দিষ্ট কোনো দেশ, ধর্মের নয়, এটি এখন বৈশ্বিক সমস্যা। তাই সবাই মিলে ওই সব সন্ত্রাসীদের রুখে দাঁড়াতে হবে। উর্মি ভট্টাচার্য বলেন, এই ঘটনা আমাদের ভীষণভাবে মর্মাহত করেছে। তাই সন্ত্রাসীদের হাতে নিহতদের স্মরণ করতে এসেছি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী সাংবাদিকদের বলেন, ধর্মের নামে এই বিকৃত হত্যা বন্ধ করতে হবে। গুলশান অ্যাটাকে নিহত বাংলাদেশি ফারাজ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন তার স্বজন এহতেশাম হুদা। তিনি বলেন, ফারাজ পরিবারের কনিষ্ঠ ও আদরের সন্তান ছিলেন। শুক্রবার তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাকে স্মরণ করতে এসেছি। ৭৯ নম্বর সড়ক ও তার আশপাশে গতকাল দিনভর জাপানের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিকরা ছিলেন বেশি। তাদের চোখে মুখে ছিল বিষাদের ছায়া। অনেকেই হয়ে পড়েন আবেগঘন। অনেকেই নিজ দেশের নিহত নাগরিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুপুর ১২টার কিছু পরে অকুস্থলে আসেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইরি কিহারা। হলি আর্টিজান রেস্টুরেন্ট পরিদর্শন শেষে বেরিয়ে যান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হাসিনাকে কেরির ফোন: সন্ত্রাস নির্মূলে সহায়তা করতে প্রস্তুতি যুক্তরাষ্ট্র
সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে জন কেরি শেখ হাসিনাকে ফোন করে এই বার্তা দেন। বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানান প্রেসিডেন্ট ওবামা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *