পিড়িতি পিড়িতি বিষম পিড়িতি চাই

Slider টপ নিউজ বাংলার সুখবর রাজনীতি সারাদেশ

006_221204

 

দেশ আজ দুই ভাগে বিভক্ত। দুই জোটে বিভক্ত। অন্য দল বা জোট থাকলেও ক্ষমতায় আসার সম্ভাবনা কম। আর এই দুই জোটের দ্বন্ধের কারণেই দেশ অস্থির হয়। রাজনীতিতে কাল মেঘ দেখা দেয়।

দুই জোটের দুই প্রধান নেত্রী দেশ ও জাতির প্রয়োজনে এক ও অভিন্ন থাকলে বাংলাদেশে কোন রাজনৈতিক বিপর্যয় আসত না বলে অনেকের ধারণা। কিন্তু বাস্তব হল মিলের কোন লক্ষন নেই। শুধু ঈদ আসলেই ঈদের কার্ড লেনদেনের খবর মিডিয়ায় ফলাও ভাবে প্রচারিত হয়। কিন্তু বাস্তবটা হল এই দুই নেত্রীর মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগীর কোন লক্ষন দেখা যায় নি।

জাতি আশা করে, দেশ জাতির প্রয়োজেন দুই নেত্রীর এক সঙ্গে ঈদ করা উচিত। ঈদের সময় কার্ড বিনিমিয়ের মাধ্যমে পিড়িত না করে বিষম পিড়িতি  প্রত্যাশা করে হতভাগা জাতি।

ড. এ কে এম রিপন আনসারী

এডিটর ইনচীফ

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *