হেরোইন-ইয়াবাহসহ আনসার সদস্য আটক

Slider জাতীয়

 

2016_06_21_08_29_21_lv0HMdEVQlxyirTkDCmhYqQKxL6MVr_original

 

 

 

 

রাজশাহী : জেলার তানোরে আনসার ভিডিপির সদস্য সিরাজ উদ্দীনকে (৪০) হেরোইন ও ইয়াবহসহ আটক করেছেন পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সিরাজ উদ্দীন তানোর পৌর সদরের ঠাকুর পুকুর এলাকার কছিমদ্দীনের ছেলে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ উপপরিদর্শক (এসআই) রুবেল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর সদর এলাকাতে সিরাজুলকে ১৩০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হিরোইনসহ আটক করে থানা হাজতে নেয়।

এ সময় তাদের সঙ্গে থাকা উপজেলার আনসার ভিডিপির কমান্ডার সেকেন্দারসহ আরো অনেকে পালিয়ে যায়। উপজেলার আনসার ভিডিপির কমান্ডার সেকেন্দার, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও জেসমিন আক্তাসহ আরো কয়েকজন অজ্ঞতনামা ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, উপজেলার আনসার ভিডিপির কমান্ডার সেকেন্দার আলী দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। তাকে গ্রেপ্তার করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *