বিএম ডিপোতে বিস্ফোরণ: ডিএনএ পরীক্ষায় ১৪ জনের পরিচয় শনাক্ত

Slider জাতীয়


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের পর নিহত আরও ১৪ জনের মরদেহের পরিচয় ডিএনএর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। আজ সকালে মামলার তদন্ত কর্মকর্তার কাছে পরিচয় শনাক্তের প্রতিবেদন পাঠানো হয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ঢাকা সিআইডির ফরেনসিক ল্যাবের ডিএনএ বিভাগে কর্মরত উপ-পরিদর্শক মো. সাইফুল বলেন, শনাক্তদের মধ্যে ফায়ার সার্ভিস সদস্যের মরদেহও থাকতে পারে।

এদিকে পরিচয় শনাক্তকারী প্রতিষ্ঠান সিআইডি ঢাকার ডিএনএ ল্যাবের পক্ষ থেকে ১৪ জনের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করলেও মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, আটজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ফায়ার সার্ভিসের কোনো সদস্যের মরদেহ নেই বলে দাবি করেন তিনি।

শনাক্ত হওয়া মরদেহগুলো হলো- আখতার হোসেন, আবুল হাশেম, মনির হোসেন, বাবুল মিয়া, সাকিব, মো. রাসেল, মো. শাহজাহান ও আব্দুস সোবহান ওরফে আব্দুর রহমান।

এদিকে এখন পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার হলেও ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া ১৪ জনসহ ৪৩ জনের পরিচয় শনাক্ত হলো। এখনও আটজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সিআইডির ফরেনসিক ল্যাবের ডিএনএ বিভাগে কর্মরত উপ-পরিদর্শক মো. সাইফুল বৃহস্পতিবার বিকেলে জাগো নিউজকে বলেন, যাদের পরিচয় শনাক্ত হয়েছে, তাদের নমুনাও আগে নেওয়া হয়। প্রথমদিকে যেহেতু নিহত ফায়ার সার্ভিস সদস্যদের পরিবারের নমুনাও নেওয়া হয়েছিল, সেহেতু ধরে নেওয়া যায় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়াদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যের মরদেহও থাকতে পারে। অন্যদের পরিচয় শনাক্তে কার্যক্রম অব্যাহত।

তদন্ত কর্মকর্তা সুমম বণিক বলেন, ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হওয়া আটজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। যারা আসবেন, তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ৪ জুন বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর ৫ থেকে ৭ জুন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বুথ বসিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবের ডিএনএ বিভাগের টিম।

সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ঢাকা ডিএনএ ল্যাব থেকে ১৪ জনের পরিচয় শনাক্ত করার বিষয়ে জানানো হয়েছে। এসব প্রতিবেদন ঢাকা থেকে সরাসরি মামলার তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *