ভ্যাটের শত কোটি টাকা গুণতে হবে ৬ মোবাইল অপারেটরকে

Slider তথ্যপ্রযুক্তি

18969_sd

 

 গত চার বছরের মূল্য সংযোজন কর (ভ্যাট) হিসেবে ৯৫ কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে ছয় মোবাইল ফোন অপারেটকে। স্থান ও স্থাপনার ভাড়ার বিপরীতে তাদের এই টাকা পরিশোধ করতে বলেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট ছয় অপারেটরকে ভ্যাট বাবদ ওই অর্থ পরিশোধের নির্দেশ দেয়। পরে কোম্পানিগুলোর রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট তা স্থগিত করেছিল। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে প্রধান বিচারপতি বৃহস্পতিবার তা নিষ্পত্তি করে আদেশ দেয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান শুক্রবার গণমাধ্যমকে বলেন, হাই কোর্ট অর্থ পরিশোধের আদেশ স্থগিত করেছিল। আপিল বিভাগ তা সংশোধন করে অপারেটরদের ভ্যাটের অর্থ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে হাই কোর্টে রুলের শুনানি করতে বলেছে। ফলে অপারেটরদের ওই অর্থ পরিশোধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *