জঙ্গিবাদ বিষয়ে খালেদাও জিজ্ঞাসাবাদ করার আহ্বান হাছান মাহমুদের

Slider রাজনীতি

 

004_219114

 

 

 

 

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ জঙ্গিবাদ বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘এদেশে জঙ্গিবাদের উত্থান খালেদা জিয়ার শাসনামলেই। জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয়দাতা ও অর্থের যোগানদাতাও খালেদা জিয়া ও তার দলের নেতারা। গুপ্তহত্যায় জড়িত সন্ত্রাসীদেরও খালেদা জিয়া আশ্রয় দিয়েছেন।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু করতেই বিএনপি নেত্রী ও তার দলের নেতাদের নর্তন-কুর্দন শুরু হয়ে গেছে। প্রতিদিন তারা সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে কথা বলছেন। সরকার জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালালে বিএনপির এত মাথাব্যথা কেন?’

হাছান মাহমুদ বলেন, ‘আসলে দেশে সংগঠিত গুপ্তহত্যাগুলো বিএনপি-জামাতের ষড়যন্ত্রেরই অংশ। তারা চাইছে দেশকে অস্থিতিশীল করতে। আসল সত্য বেরিয়ে আসার ভয় থেকেই বিএনপি নেত্রী ও তার দলের নেতারা এ অভিযানের বিরুদ্ধে কথা বলছেন।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেভাবে পেট্রোল বোমাবাজদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছিল সেভাবে গুপ্তহত্যাকারী জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। মাদারীপুরে জনগণ যেভাবে এক জঙ্গিকে ধরেছে, সেভাবে সারাদেশেও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সংগঠনের সভাপতি জিন্নাত আলি খান জিন্নাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বলরাম পোদ্দার, জাকির আহমেদ, হাসিবুর রহমান মানিক, জিএম আতিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *