শাহজালালে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ আটক ২

Slider জাতীয়

 

image_818_119153_219102

 

 

 

 

 

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৪ কেজি স্বর্ণের বার ও অলঙ্কারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আটক ব্যক্তিরা হলেন- মামুন খান ও মুরাদ খান। তারা দুই ভাই। তারা কোমরে বাধা বিশেষ বেল্টের মধ্যে সোনার বার ও অলংকার লুকিয়ে এনেছিলেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে শুল্ক গোয়েন্দা পুলিশ তাদের আটক করে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজ প্রিভেনটিভ টিমের সহকারী কাস্টমস কমিশনার ( এসি) মো. রেজাউল করিম।

তিনি জানান, সিঙ্গাপুর থেকে টিজি ৩২১ ফ্লাইটে করে মামুন খান ও মুরাদ খান বাংলাদেশে আসেন। কোমরে  বিশেষ একটি বেল্টের মধ্যে তারা স্বর্ণ লুকিয়ে রাখেন। সন্দেহ হলে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দারা তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ কেজি ৩৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করে। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য সাত কোটি ১৬ লাখ টাকা।

আটক মামুন ও মুরাদ গাজীপুরের কাপাসিয়ার জামাল উদ্দিন খানের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *