বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের উদ্বেগ

Slider সারাবিশ্ব

un-hrc_218312

 

 

 

 

 

 

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

সোমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল হুসেইন এ উদ্বেগ জানান। একই সঙ্গে তিনি এসব ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উদ্বোধনী বক্তৃতায় রা’দ আল হুসেইন বলেন, ‘মুক্ত চিন্তার মানুষ ও ধর্মীয় সংখ্যালঘুসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে বাংলাদেশে নির্মম হত্যাকাণ্ডের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়া আমি খুবই উদ্বিগ্ন।’

তিনি মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে অগ্রাধিকার ভিত্তিতে এসব ঘটনার তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

রা’দ আল হুসেইন আরও বলেন, ‘স্বাধীনতা ওপর এসব হামলার নিন্দা জানাতে এবং ক্ষতিগ্রস্ত গোষ্ঠীগুলোকে রক্ষায় আরো কিছু করতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *