ভুটান যাচ্ছেন প্রেসিডেন্ট

Slider জাতীয়

18267_b2

 

 

 

 

 

 

 

ভুটান সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে তার সফরের ফিরতি সফরে প্রেসিডেন্ট দেশটি সফরে যাচ্ছেন। একাধিক কূটনৈতিক সূত্রে এই তথ্য মিলেছে। সূত্র মতে, রমজান মাসের শেষ সপ্তাহে অর্থাৎ জুলাইর প্রথম সপ্তাহে সফরটি আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এটি পুরোপুরি দ্বিপক্ষীয় সফর হবে। ৪ দিনের ওই সফরে ভুটানের রাজার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, ২০১১ ও ২০১৩ সালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বাংলাদেশ সফর করেন। ২০১১ সালের মার্চে স্বাধীনতার ৪০ বছর পূর্তির অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা সফর করেন তিনি। রাজা সেই সময়ে ‘ব্যাচেলর’ ছিলেন। ২০১৩ সালে নববধূ জেটসান পেমাকে নিয়ে ৬ দিনের ব্যক্তিগত সফরে বাংলাদেশে কাটিয়ে যান রাজা ওয়াংচুক। কেবল রাজাই নন, ২০১৪ সালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা সফর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ৩ দিনের দ্বিপক্ষীয় সফরে তিনি ঢাকায় এসেছিলেন। সফরকালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-বৈঠক ছাড়াও সরকার ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সঙ্গে তার মতবিনিময় হয়েছিল।  সেখানে বিদ্যুৎ ও জলবিদ্যুৎ ব্যবস্থাপনা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং কানেকটিভিটিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় স্থান পায়। সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নবায়ন হয়। যা ১৯৮০ সালে সই হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ভুটানের রাজমাতা শেরিং পেম ওয়াংচুক ৫ দিন বাংলাদেশে কাটিয়ে যান। সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের তৃতীয় স্ত্রী ও বর্তমান রাজা জিগমে  খেসার নামগায়েল ওয়াংচুকের মা শেরিং ভুটানের যুব উন্নয়নে  স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ  ডেভেলপমেন্ট ফান্ডের (ওয়াইডিএফ) প্রেসিডেন্ট। রাজমাতার সঙ্গে তার মেয়ে প্রিন্সেস চিমি ইয়াংযম ওয়াংচুকও ঢাকায় এসেছিলেন। সফরকালে রাজমাতা প্রধানমন্ত্রীর সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ ছাড়াও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় জাদুঘর ঘুরে দেখেন। গ্রামীণ উন্নয়ন কর্মসূচি দেখতে ব্র্যাকের একটি আঞ্চলিক কার্যালয় এবং টেক্সটাইল, গার্মেন্ট ও সিরামিক প্রকল্প  দেখতে বেক্সিমকোর একটি শিল্পপার্ক পরিদর্শন করেন ভুটানের রাজমাতা। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী ভুটানে (একই দিনে ভারতও স্বীকৃতি দিয়েছিল) প্রেসিডেন্টের সফরটি আয়োজনে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী অনেক দিন ধরে কাজ করছেন। সফর প্রস্তুতি বিষয়ে সমপ্রতি মানবজমিনের সঙ্গে আলাপে রাষ্ট্রদূত আশা করেন রাষ্ট্র প্রধানের সফরটি দ্বিপক্ষীয় সম্পর্কের ভীতকে আরো সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *