আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Slider গ্রাম বাংলা

18107_neta

 

দুর্বৃত্তদের গুলিতে আহত জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একে আজাদ (৪৫) মারা গেছেন। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর ও কোঁচকুঁড়ি গ্রামের মাঝখানের সড়কে তিনি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। এ সময় নয়ন (৪৩) নামে এক পথচারীও গুরতর আহত হয়। ভাদসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান একে আজাদ ওই দিন রাতে একই উপজেলার দুর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি কোঁচকুঁড়ি গ্রামে ফিরছিলেন। গোপালপুর বাজার পার হয়ে কোঁচকুঁড়ি গ্রামের কাছাকাছি পৌঁছামাত্র একদল মুখোশধারী দুর্বৃত্ত অস্ত্রের মুখে তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তার মাথা দুই হাত ও ভেটে মারাত্মক জখম করে। আহত অবস্থায় তাদের প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উভয়কে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে সাম্প্রতিক ইউপি নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *